কচুয়া

কচুয়ায় পিতা-পুত্রসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

‎Monday, ‎25 ‎May, ‎2015  10:09:45 PM

কচুয়া করেসপন্ডেন্ট, চাঁদপুর :

চাঁদপুর জেলার কচুয়ায় পিতা-পূত্রসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হচ্ছে উপজেলার আশ্রাফপুর গ্রামের হাবীবুল্যাহ (৫৮), তার পুত্র শুক্কুর মিয়া (২২) ও প্রতিবেশী মনির হোসেন (৩৮)।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দীন ১ কেজি গাঁজাসহ তাদের আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আশ্রফপুর গ্রামের আবদুর রহমানের পুত্র হাবীবুল্যাহ উত্তর আশ্রাফপুর জোড় ব্রীজ সংলগ্ন এলাকায় চায়ের দোকানের নামে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। তার এ কাজে সহযোগিতা করছেন তারই পুত্র শুক্কুর মিয়া ও একই এলাকার যুবক মনির হোসেন ।

এ ব্যাপারে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

চাঁদপুর টাইমস/প্রতিনিধি/এএস/এমআরআর/২০১৫।

নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes

চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Share