কচুয়া

কচুয়ায় পিকআপ-সিএনজি সংঘর্ষে গ্রাম্য চিকিৎসক নিহত

চাঁদপুরের কচুয়ার সাচারে পিকআপ-সিএনজি স্কুটার সংঘর্ষে পল্লী চিকিৎসকসহ ৫ জন হতাহত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩ টার দিকে কচুয়া-গৌরিপুর-ঢাকা আঞ্চলিক সড়কের সাচার তালুকদার বাড়ীর সামনে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহত গ্রাম্য চিকিৎসক মো. নুরুল ইসলাম (৬৫) কচুয়া উপজেলার সফিবাদ গ্রামের অধিবাসী ফজর আলীর ছেলে।

আহতদের মধ্যে রাবেয়া বেগম (৩০) ও মরিয়ম (২২) কে স্থানীয় রেনেসা হসপিটালে চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বিকেলে কচুয়াগামী পিকআপ ঢাকা মেট্রো ১৬-২১০৪, সিএনজি স্কুটার চাঁদপুর থ ১১-৪২৭২ যাত্রীবাহী সিএনজিকে পেছন থেকে ধাক্কা দেয়।

এসময় চালকসহ অন্যান্যরা গুরুত্বর আহত হলে স্থানীয় লোকজন ছুটে এসে তাদের সাচার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে এবং পল্লীচিকিৎস নুরুল ইসলাম ঘটনার কিছুক্ষন পর মারা যায়।

পিকআপ ও সিএনজি স্কুটারকে আটক করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় কচুয়া থানার উপÑপরিদর্শক (এসআই) মো. নুরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

: আপডেট, বাংলাদেশ সময় ১১:২০ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৬, বুধবার
ডিএইচ

About The Author

প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু, কচুয়া
Share