কচুয়ায় পারিবারিক কলহের জের ধরে অটোচালকের মৃত্যু

চাঁদপুরের কচুয়ায় পারিবারিক কলহের জের ধরে অভিমান করে সেভেন আপের সাথে ইঁদুরের কীটনাশক খেয়ে নুরুল ইসলাম নামের এক অটোচালক আত্মহত্যা করেছে। সে উপজেলার মহিদ্দিরবাগ গ্রামের মৃত. মনু মিয়া মেকারের ছেলে।

সরেজমিনে জানা গেছে, বুধবার সন্ধ্যায় নুরুল ইসলাম তার পুরাতন অটো রিকশা বিক্রি করে নতুন অটোরিকশা ক্রয়ের বিষয়ে স্ত্রীর সাথে পারিবারিক কলহ হয়। পরে রাগে অভিমানে দেবীপুর বাজারে গিয়ে ইঁদুরের বোম (কীটনাশক) খেলে অচেতন হয়ে পড়ে।

পরে তার অবস্থার বেগতিক দেখে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা প্রেরন করলে পথিমধ্যে সে মারা যায় ।

নিহতের চাচাতো ভাই মিজানুর রহমান জানান, নুরুল ইসলাম একজন মেকানিক ছিলেন। সে সাইকেল ও রিকশা সকল কাজে দক্ষ ছিলেন। কিন্তু একটু বেশি জিদ থাকায় অভিমান করে কীটনাশক খেয়ে মারা যায়। সহায় সম্বলহীন নুরুল ইসলামের অবুঝ দুটি সন্তান রয়েছে।

কচুয়া থানার ওসি মো.মহিউদ্দিন জানান, নিহত নুরুল ইসলামের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,২৯ জুলাই ২০২১

Share