চাঁদপুর সদর

বিষ্ণুপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাঁদপুর সদর বিষ্ণুপুরে ধনপর্দি গ্রামের খালের পানিতে ডুবে ফাইজা আক্তার নামে দেড় বছর বয়সী এক শিশুর করুন মৃত্যু হয়েছে। বুধবার (২৪ অক্টোবর) সকালে হাজরা বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শিশু ওই বাড়ির ইয়াসিন হাজরার মেয়ে।

স্বজনরা জানায়, ফাইজা আক্তার সকালে খেলাধুলা করতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশে একটি খালের পানিতে পড়ে যায়। এদিকে পরিবারের লোকজন তাকে অনেকক্ষন ধরে দেখতে না পেয়ে বিভিন্নস্থানে খুঁজতে থাকেন। অনেক খোঁজাখুজির পর একসময় শিশু ফাইজাকে বাড়ির পাশে থাকা একটি খালের পানিতে ভেসে উঠতে দেখা যায়।

পরে তাৎক্ষনিক চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে স্বজনরা তার লাশ বাড়িতে নিয়ে যায়।

কবির হোসেন মিজি
২৪ অক্টোবর,২০১৮

Share