উপজেলা সংবাদ

কচুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

জিসান আহমেদ নান্নু, কচুয়া | আপডেট: ০৮:২০ অপরাহ্ণ, ১৯ আগস্ট ২০১৫, বুধবার

কচুয়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। হতভাগ্য ওই শিশুটির নাম সামিরা আক্তার (২)। সে উপজেলার তুলপাই গ্রামের মমিন মুন্সীর কন্যা।

জানা গেছে, ভোটার হালনাগাদ উপলক্ষে মঙ্গলবার বিকেলে দারাশাহী তুলপাই মুন্সী বাড়ীর মমিন মুন্সী ও তার স্ত্রী সুমি বেগম শিশুটিকে বাড়িতে রেখে পার্শ্ববর্তী দারাশাহী-তুলপাই উচ্চ বিদ্যালয়ের ছবি তুলতে আসে। কিছুক্ষণ পর শিশুটির হঠাৎ পানিতে পড়ে যায়।

ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

Share