কচুয়া

কচুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাঁদপুরের কচুয়ায় পানিতে ডুবে আদিল হাসান নামের দেড় বছরের এক শিশু মারা গেছে। ৫ জুন শুক্রবার দুপুরে উপজেলার ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু আদিল হাসান ওই গ্রামের মকবুল ডাক্তার বাড়ীর মেহেদী হাসানের ছেলে।

নিহতের স্বজনরা জানান, শিশুটি পরিবারের লোকদের অগোচরে পাশ্ববর্তী একটি পুকুরে পড়ে যায়। অনেক খোজাখুজির এক পর্যায়ে তার লাশ পুকুরে ভেসে উঠে।

এ সময় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,৫ জুন ২০২০

Share