চাঁদপুরের কচুয়ায় ৮নং কাদলা ইউনিয়নের বড়ইগাঁও গ্রামে শুক্রবার(২ আগস্ট) দুপুরে খেলা করতে গিয়ে ডোবায় পড়ে দুই যমজ ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে। নিহত দুই যমজ ভাইয়ের নাম রফিকুল ইসলাম (৬) ও সফিকুল ইসলাম (৬)। তারা ওই গ্রামের আবুল খায়েরের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. ফারুক হোসেন জানান- যমজ দুই ভাই রফিক ও সফিক ঘটনার দিন দুপুরে বাড়ির পাশ্ববর্তী বড়ইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল।
এক পর্যায়ে বিদ্যালয়ের পাশ্ববর্তী ডোবায় পড়ে যায়। পরে খোঁজাখুজি করে বাড়ির লোকজন তাদের ডোবায় ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
রফিক ও সফিকের পিতা-মাতা ও নিকট আত্মীয় স্বজনদের আহাজাড়িতে বাতাস ভারি হয়ে উঠে। এছাড়া তাদের একই সাথে সলিল সমাধি হওয়ায় এলাকার শোকের ছায়া নেমে আসে।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু
২ আগষ্ট ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur