জিসান আহমেদ নান্নু, কচুয়া :
কচুয়া পৌরসভাধীন করইশ মহল্লায় পানিতে ডুবে দু’শিশুর করুণ মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে পানিতে ডুবে দু’শিশুর মৃত্যুর এ ঘটনা ঘটে। দু’শিশু হচ্ছে- ওই মহল্লার মাসুদ রানার পুত্র মাহমুদুর রহমান (৭) ও শাহআলমের কন্যা সানজিদা আক্তার (৫)।
জানাগেছে- শিশু দু’টির বাড়ীর পার্শ্ববর্তী পুকুর পাড়ে অন্যান্য শিশুদের সাথে খেলাধুলা করছিল হঠাৎ তারা পানিতে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের ভাসমান অবস্থায় উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করে।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur