চাঁদপুরের কচুয়ায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১০ জন মারাত্মক আহত হয়েছে।সোমবার রাত (২০ আগষ্ট) সাড়ে ৭টার দিকে কচুয়া বিশ্বরোড় এলাকায় কুকুরের কামড়ে এ ঘটনা ঘটে। আহতদেউপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
কুকুরের কামড়ে আহতরা হচ্ছে, কচুয়ার কড়ইয়া গ্রামের শাকিল হোসেন (১৫), কোয়া গ্রামের আলম পোদ্দার (৫৮),ধামালুয়া গ্রামের খোরমেদ আরম (৪৫),তেতৈয়া গ্রামের শিশু মেহেজাবীন (৫) ও কুমিল্লার গরজা এলাকার দুলাল ঘোষ (২৬)সহ আরো পাঁচ’জন আহত হয়েছে।
প্রত্যক্ষদশীরা জানিয়েছেন, সোমবার সন্ধ্যার পর কচুয়া বিশ্বরোড এলাকায় কয়েকটি পাগলা কুকুর হঠাৎ পথচারীদের এলাপাথারী ভাবে কামড়ে শুরু করে। এ সময় স্থানীয় লোকজন ছুঁটে এসে একটি পাগলা কুকুরকে পিটিয়ে (মেরে) নিধন করে।
এদিকে পবিত্র ঈদুল আযহাকে ঘিরে পাগলা কুকুরের হঠাৎ কামড়ের ঘটনা দেখা দেয়ায় আতংকে রয়েছে কচুয়াবাসী।
এ ব্যাপারে কচুয়া উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্স সিনি. র্স্টাফ নার্স মো. ফারুক হোসেন সাংবাদিকদের জানান, সন্ধ্যার পর ৬ জনকে কুকুরের কামড়ের ভ্যাসকিন দেয়া হয়েছে।
,
প্রতিনিধিঃ
জিসান আহমেদ নান্নু
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur