চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি -১ কচুয়া জোনাল অফিসের আওতায় ৫নং এরিয়ার পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার কোয়া শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শান্তিপূণ্যভাবে ভোট গ্রহণ চলে।
নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম খোকা বৈদ্যুতিক বাতি প্রতীকে ১৫শ ৫৯ ভোট পেয়ে পরিচালক পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী মো. সফিকুল আলম ছাতা প্রতীকে ৩শ ২৯ ভোট পান।
নির্বাচনে ৪ প্রার্থীর মধ্যে শ্যামল ও শাহ আলম নির্বাচন থেকে সরে গিয়ে তৌহিদুল ইসলাম খোকাকে সমর্থন দেয়। নির্বাচনে রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশন প্রধানের দায়িত্ব পালন করেন বাপবিবো ঢাকা এর প্রধান প্রকৌশলী (প্রকল্প) এর উপ-পরিচালক (কারিগরী) মো. আমিনুর রহমান।
এছাড়া নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন- বাপবিবো ঢাকা এর সহকারী পরিচালক (প্রশাসন) মো. রাজন হোসেন, সহ প্রকৌশলী মো. সুফি সাদেক ও এজিএম (এডমিন) মো. আমিনুল হক চৌধুরী। এসময় কচুয়া জোনাল অফিসের ডিজিএম মো. জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur