চাঁদপুরের কচুয়ায় পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানির (আল বারাকাহ) ইসলামী বীমার ২২জন বীমা গ্রাহকের মেয়াদপূর্তি ও মৃত্যু দাবি চেক হস্তান্তর করা হয়েছে।
রোববার (১২ আগস্ট) দুপুরে কচুয়া পৌর বাজারস্থ করিম উদ্দিন প্লাজার তৃতীয় তলায় অবস্থিত কোম্পানির অফিসে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মোঃ জাকির হোসেন বাটা প্রধান অতিথি হিসেবে বীমা গ্রাহকদের মাঝে চেক হস্তান্তর করেন।
পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানির (আল বারাকাহ) ইসলামী বীমা প্রকল্পের যুগ্ম নির্বাহী পরিচালক মোঃ সোলেমান মিয়াজীর সভাপতিত্বে ও সুপার ভাইজার-১ মো: নজরুল ইসলাম মিয়াজীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন, মহিলা কাউন্সিলর আমেনা বেগম, জোহরা বেগম, কচুয়া বার্তার সম্পাদক আলমগীর তালুকদার প্রমুখ।
এসময় পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কচুয়া ইউনিটের সুপারভাইজার-১ শওকত মিয়াজী, ব্রাঞ্চ ম্যানেজার বিল্লাল হোসেন গাজী, জহিরুল ইসলাম, ইউনিট ম্যানেজার জাহিদুল ইসলাম পারভেজসহ সাংবাদিক ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur