চাঁদপুরের কচুয়ার আলীয়ারা গ্রামে খাবারের সাথে নেশাদ্রব্য মিশিয়ে একই পরিবারের ১৭ জনকে অচেতন করে মালামাল লুটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার গভীর রাতে উপজেলার বিতারা ইউনিয়নের আলীয়ারা গ্রামের মৃত- আঃ মবিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
অচেতন হওয়া ব্যক্তিরা হচ্ছে, ওই গ্রামের মোশারফ হোসেন(৪০), শামছুন্নাহার(৩০), ফারুক(১৮), সাদিয়া(৭), মারুফ(২মাস), ভুলু বেগম(৬০), শিল্পী আক্তার (২৫), শিশু ইমু(৫মাস), ইব্রাহিম(২৭), মোসলেমা বেগম(২৪), বাহাদুর (২৫), আকলিমা বেগম(১৮), রিজন(৩), ইমান হোসেন(৩৫), রোমানা(২৪), রাজিব হোসেন(৩৫) ও রহিমা বেগম(১০)।
গৃহকর্তা মোশারফ হোসেনের মেয়ে বৃষ্টি আক্তার জানান, শনিবার রাতে তারা সকলে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েন। পরে মধ্য রাতে কে বা কারা মোশারফ হোসেন ও তার মা ভুলু বেগমের গৃহে সিঁধ কেটে প্রবেশ করে, খাবারের সাথে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে ওই বাড়ীর ৫ গৃহের নারী ও শিশু সহ ১৭জনকে অজ্ঞান করে। তবে কি মালামাল নিয়েছে তা কিছুই বলতে পারেনি সে।
পর দিন রোববার সকালে আশ-পাশের লোকজন টের পেয়ে তাদের আত্মীয় স্বজনদের খবর দিয়ে আহতদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
খবর পেয়ে কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ রহমত আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur