ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসা ছাত্রী ও আলীম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে কেরোসিন দিয়ে পুড়িয়ে নির্মমভাবে হত্যাকারীদের ফাঁসির দাবিতে চাঁদপুরের কচুয়ার সামাজিক সেচ্ছাসেবী যুব সংগঠন ‘প্রাণের টানে রক্ত দান’ সংগঠনের আয়োজনে মানববন্ধন করা হয়েছে।
বুধবার(১৭ এপ্রিল) সকালে কচুয়া উপজেলার মেঘদাইর বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন ও প্রতিবাদ সভা করা হয়েছে।
মানববন্ধন চলাকালে আলিম পরীক্ষার্থী মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাসহ দেশের চলমান খুন-ধর্ষণ, অপহরণ, শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন, মেঘদাইর তাহেরীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ একেএম গোলাম মোস্তফা, উপাধ্যক্ষ মোস্তফা কামাল, সহকারী শিক্ষক মাহবুব আলম, গভর্নিং বডির সহ-সভাপতি মো. আলী আশরাফ মুন্সী, বাজার পরিচালনা কমিটির সভাপতি হাজী আব্দুল মতীন, সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. গিয়াস উদ্দিন মোল্লা, কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নু, সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম সুমন, সহ-সভাপতি ফরিদ আহমেদ ও আবুল বাশারসহ অন্যান্য সদস্যবৃন্দ।
স্টাফ করেসপন্ডেট
১৭ এপ্রিল,২০১৯