৫ জানুয়ারি চাঁদপুরের কচুয়া উপজেলার ১নং সাচার ইউপি’র নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ইউপি নির্বাচনী সহিসংতায় নিহত যুবক শরীফুল ইসলাম হত্যা মামলার ১৬ আসামীর মধ্যে সাবেক ইউপি সদস্যসহ ১৩ আসামীকে কারাগারে পাঠিয়েছে চাঁদপুরের বিজ্ঞ আদালত।
৮ মার্চ মঙ্গলবার বেলা ১২টায় চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. জিয়াউল হকের আদালতে তারা জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জেল হাজতে যাওয়া ব্যক্তিরা হচ্ছেন, উপজেলার নয়াকান্দি গ্রামের আব্দুর রব, মহিউদ্দিন, মাসুদ,ইয়াছিন মিয়া,সালমান মিয়া,সানাউল্যাহ, ফয়সাল,সুমন,ফখরুল ইসলাম,জুয়েল,রাব্বি ও হাতিরবন্দ গ্রামের আব্দুস সোবহান ও ওমর আলী। তন্মধ্যে নুরে আলম ও মোসলেম পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেলহাজতে রয়েছেন এবং ১নং মূল আসামী মামুন মিয়া পলাতক রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাড. মো. আবুল বাসার।
নিহত শরীফুল ইসলামের বাবা শহীদ উল্যাহ জানান, মামলার মূল আসামী মামুন মিয়াকে দ্রুত গ্রেফতার করে সকল আসামীদের ফাঁসির দাবি জানিয়েছেন তিনি।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৮ মার্চ ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur