চাঁদপুরের কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়নের আটোমোড় গ্রামে নববধূ মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে ‘বিষপান’ করে এবং পরের দিন বুধবার চিকিৎসা শেষে মৃতুবরণ করে।
নিহত রাজিয়া আক্তার ওই গ্রামের দুবাই প্রবাসী সোলেমান মিয়ার কন্যা। পুলিশ নিহতার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরণ করেছে।
ঘটনাস্থলে গিয়ে জানাগেছে, উপজেলার আটোমোড় গ্রামের অধিবাসী সোলেমান মিয়ার কন্যা রাজিয়া আক্তারের সাথে একই গ্রামের খোরশেদ আলমের পুত্র ইয়াসিন (২৫) এর সাথে প্রায় ৭ মাস পূর্বে বিয়ে হয়। বিয়ের পর তাদের দাম্পত্য জীবন সুখে শান্তিতে কাটলেও সম্প্রতি সময়ে তাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়।
ঘটনার দিন গত মঙ্গলবার রাজিয়ার বাড়িতে স্বামী ইয়াসিনের সাথে মনোমালিন্য হয় একপর্যায়ে সে অভিমানে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে বলে তার পরিবার দাবি করেছে।
পরে স্থানীয় লোকজন রাজিয়া আক্তারকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে দাউদকান্দি (গৌরিপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে তাকে রায়পুরে নিয়ে চিকিৎসা শেষে বাড়ি নিয়ে আসলে পরদিন বুধবার সকালে সে মারা যায়।
এ ব্যাপারে কচুয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।