উপজেলা সংবাদ

কচুয়ায় নবজাতকের লাশ উদ্ধার

জিসান আহমেদ নান্নু, কচুয়া

চাঁদপুরের কচুয়া-কালিয়াপাড়া সড়কের মনোহরপুর বাস ষ্ট্যান্ড সংলগ্ন ঠাকুর বাড়ী এলাকায় খালে এক নবজাতকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে কচুয়া থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার অজ্ঞাত পরিচয়ের এ শিশুটির লাশ পেটিকোট পেচানো ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ রহমত উল্যা সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার দুপুরে শিশুটির অর্ধগলিত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ ও স্থানীয় লোকজন ধারনা করছে, কে বা কাহারা অজ্ঞাত পরিচয়ে শিশুটিকে ৮/১০ দিন পূর্বে হত্যা করে ওই স্থানে লাশ ফেলে দেয়। অপর দিকে অজ্ঞাত পরিচয়ের ওই শিশুটির লাশ দেখতে ঘটনাস্থলে শত শত উৎসুক মানুষের ভিড় জমে।

Share