কচুয়া উপজেলার মনপুরা গ্রামে যুবতীকে জোরপূর্বক ধর্ষন মামলার আসামী মো.সজিব (২২) কে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ।
শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাইনউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে আসামী সজিবকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পরদিন শনিবার চাঁদপুর জেল হাজতে প্রেরণ করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার মনপুরা গ্রামের প্রবাসী দেলোয়ার হোসেনের ছেলে যুবক সজিব একই বাড়ির নজরুল ইসলামের যুবতীকে কন্যাকে বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছে।
গত ২৫ শে জুন রাতে ওই যুবতী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে,পূর্বে উৎপেতে থাকা যুবক সজিব তাকে মুখে চাপ দিয়ে তার ঘরে নিয়ে যায় এবং এক পর্যায়ে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু ১৯ জুলাই ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur