চাঁদপুরের কচুয়ায় গলায় ‘গামছা পেচানো’ অবস্থায় বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে দোকান কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যক্তি সাচার পূর্ব বাজারের দেলোয়ার হোসেনের চায়ের দোকান থেকে কর্মচারী আক্তার হোসেন (১৮)। সে একই উপজেলার দূর্গাপুর গ্রামের আয়নাল হোসেন বেপারীর ছেলে।
ময়না তদন্তের জন্য লাশ চাঁদপুরের মর্গে প্রেরণ করা হয়েছে।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, আক্তার হোসেন সাচার বাজারে দেলোয়ার হোসেনের চায়ের দোকানে গত ৩-৪ মাস ধরে কর্মরত ছিল।
দোকান মালিক দেলোয়ার হোসেন চাঁদপুর টাইমসকে জানান, প্রতিদিনের ন্যায় বুধবার রাতে তিনি বাড়ি চলে যান। পরদিন বৃহস্পতিবার সকালে দোকান খুলে ভেতরে প্রবেশ করলে দোকানের দক্ষিণ পাশে আক্তার হোসেন এর ঝুলন্ত লাশ দেখতে পান।
পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশ ফাঁড়িতে খবর দিলে এসআই মোস্তফা চৌধুরী সুরতাহাল রিপোর্ট তৈরি করে তার লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুরে প্রেরণ করে।
তবে কি কারনে আক্তার হোসেনকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে তার প্রকৃত রহস্য জানা যায়নি। তার স্বাভাবিক মৃত্যু নাকি হত্যা তা নিয়ে এলাকায় নানান গুঞ্জন চলছে।
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ১:০০ এএম, ২৩ সেপ্টেম্বর ২০১৬, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur