চাঁদুপরের কচুয়ায় দেনাধারের হাতে পাওনাদার শহিদ উল্যাহ (৫০) নামের এক ব্যাক্তি খুন হওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১৫ জুন) সকালে উপজেলার কহলথূড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের ছেলে রাসেল জানান, ‘আমার বাবা শহিদ উল্যাহ একই বাড়ির জাহাঙ্গীরের স্ত্রী জেসমিন বেগমের কাছে পাওনা টাকা চাইতে গেলে জেসমিন বেগম টাকা না দিয়ে গালমন্ধ করে মাথায় ও শরীরে ঝাড়– দিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় শহিদ উল্যাহ সংজ্ঞাহীন হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উদ্বার করে কচুয়া ্উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে সে মারা যায়।’
পুলিশ নিহতের লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করেছে।
এ ব্যাপারে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইবরাহিম খলিল চাঁদপুর টাইমসকে জানান, ‘নিহতের সাথে একই বাড়ির জেসমিন বেগমের সাথে ঝগড়া হয়েছে বলে তার পরিবার দাবি করেছে। তবে সে কি কারণে মারা গেছে তা ময়না তদন্তের রিপোট পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
কচুয়া করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ০৪:২০ পিএম, ১৫ জুন ২০১৬, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur