Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় দু’পক্ষের উত্তেজনায় ওয়াজ-মাহফিল বন্ধ
No Pic Chandpur Times
এ সংবাদের সংশ্লিষ্ট ছবি প্রকাশ হয়নি।

কচুয়ায় দু’পক্ষের উত্তেজনায় ওয়াজ-মাহফিল বন্ধ

চাঁদপুরের কচুয়ার বাইছারা দারুচ্ছালাম (পুরাতান) মাদ্রাসা ও এতিমখানার দুই দিনব্যাপি ৬২ তম ওয়াজ ও দোয়ার মাহফিল দু’পক্ষের উত্তেজনায় বন্ধ করে দিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।

এতে মাহফিল আয়োজক কমিটির মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

শনিবার (৫ নভেম্বর) ঘটনাস্থলে গিয়ে জানা যায়, ‘অন্যান্য বছরের ন্যায় গত ৩ ও ৪ নভেম্বর দু’দিনব্যাপি ৬২ তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফির আয়োজন করে মাদ্রাসা কর্তৃপক্ষ। মাহফিলের ২ দিন পূর্বে একই গ্রামের হাজী আবুল বাশার মাদ্রাসা সংলগ্ন জায়গায় অজুখানা করার চেষ্টা করে এ নিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ বাধা দেয়। পরে দুই পক্ষের উত্তেজনা ও বড় ধরণের প্রাণহানির আশংকায় প্রশাসন মাহফিল আয়োজন বন্ধ করে দেয়।

এ ব্যাপারে মাদ্রাসার মোহতামিম মাও. আনোয়ার শাহ, স্থানীয় অধিবাসী আব্দুল মান্নান মাস্টার, মোখলেছুর রহমান মাস্টার ও দেওয়ান আলী মাস্টার জানান- বাইছারা দারুচ্ছালাম মাদ্রাসার মাহফিলটি বিগত ৬১ বছর যাবৎ শান্তিপূর্ণভাবে হয়ে আসছে। বর্তমানে একটি কু-চক্রীমহল প্রশাসনকে ভুল বুঝিয়ে এ বছর মাহফিল আয়োজন বন্ধ করে দেয়। এতে আমাদের প্রায় কয়েক লাখ টাকা ক্ষতি সাধন হয়। আয়োজক কমিটি ও গ্রামবাসী মাহফিলটি পুনরায় আয়োজন করতে দেয়ার জোর দাবি জানিয়েছে।’

এ ব্যাপারে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন চাঁদপুর টাইমসকে জানান- ‘বিধি অনুসারে কোথাও ওয়াজ মাহফিল কিংবা বড় ধরণের কর্মসূচি করতে হলে জেলা প্রশাসক মহোদয়ের পূর্ব অনুমতি নিতে হয়। এ ক্ষেত্রে তারা অনুমতি না নেয়ায় এবং দু’পক্ষের টানা উত্তেজনা থাকায় দুর্ঘটনার আশংকায় মাহফিল করতে অনুমতি দেয়া হয়নি।’

: আপডেট, বাংলাদেশ সময় ৪:২০ পিএম, ৫ নভেম্বর ২০১৬, শনিবার
ডিএইচ

ওয়াজ-মাহফিল বন্ধ ঘোষণা

About The Author

প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু, কচুয়া

Leave a Reply