কচুয়ায় দিনব্যাপী পাট চাষীদের প্রশিক্ষণ সম্পন্ন

উন্নত প্রযুক্তির মাধ্যমে পাট ও পাট বীজ উৎপাদন করার লক্ষ্যে চাঁদপুরের কচুয়ায় পাট চাষীদের দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা সম্পন্ন হয়েছে।

বুধবার উপজেলা প্রশাসন ও পাট অধিদফতরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষন কর্মশালার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মোতাছেম বিল্যাহ, চাঁদপুর জেলা পাট কর্মকর্তা আক্রাম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোফায়েল হোসেন, মুখ্য পাট পরিদর্শক সাইফুল আলম, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আফরোজা বেগম। প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ১শ’ ৫০ পাটচাষী প্রশিক্ষনে অংশগ্রহন করেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৯ জুন ২০২২

Share