চাঁদপুরের কচুয়ায় চাংপুর গ্রামের এক সপ্তাহ ধরে শিকলে বন্দী রয়েছে মানসিক ভারসাম্যহীন জোবায়ের হোসেন নামে এক যুবক। সে ওই গ্রামের দুলাল মিয়ার ছেলে। বর্তমানে দারিদ্র্যতার কারণে যুবক জোবায়েরের উন্নত চিকিৎসা করাতে পারছেন না তার পরিবার জানান।
জোবায়ের হোসেনের মা মর্জিনা বেগম জানান, ছোটবেলায় তাকে চট্টগ্রামে একটি মাদ্রাসায় লেখাপড়ার করতে দিলে এক শিক্ষক তার মাথায় আঘাত করলে তার মস্তিষ্ক বিঘ্ন ঘটে। ওই সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে চিকিৎসা করার পর কয়েক বছর ভালো থাকলেও গত কয়েকদিন ধরে পূনরায় মানসিক ভারসাম্য হারিয়ে পাগলামি শুরু করে।
তিনি বলেন, আমি গরীব মানুষ আমার স্বামী মানুষ চট্টগ্রামে কাজ করেন। তাকে উন্নত চিকিৎসা করার সামর্থ্য আমার নেই। বাধ্য হয়ে তাকে আম গাছের সাথে শিকলে বেধেঁ রেখেছি। আমার ছেলের চিকিৎসার্থে সকলের সহযোগিতা চাই। যুবক জোবায়েরকে কেউ চিকিৎসার সহযোগিতা করতে চাইলে ০১৮২৫-০৫৬৬১২ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
চাংপুর ইয়াং ফোরামের সভাপতি মো. তোফায়েল আহমেদ কাউছার বলেন, বিষয়টি আমি শুনেছি। আমাদের সংগঠনের মাধ্যমে তাকে চিকিৎসাবাবদ সহযোগিতা করার চেষ্টা করব।
প্রতিবেদকঃজিসান আহমেদ নান্নু
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur