কচুয়ায় দলিল লেখক সমিতির কমিটি গঠন

চাঁদপুর কচুয়া উপজেলা দলিল লেখক সমিতির নির্বাচন বুধবার(১৯ অক্টোবর) শান্তিপূর্ণ পরিবেশে কচুয়া সাব রেজিষ্ট্রি কার্যালয়ে বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়।

৭৯ জন ভোটারের মধ্যে ৭৮ জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এতে ৪০ ভোট পেয়ে মো. শামছুল আলম সরকার সভাপতি ও ৩০ ভোট পেয়ে মো. আবুল খায়ের রুমি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

।। আপডটে, বাংলাদশে সময় ৮:৩৪ পিএম, ১৯ অক্টোবর ২০১৬, বুধবার
এইউ

[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/Nannu.jpg” ] প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু, কচুয়া [/author]