কচুয়ায় তুচ্ছ ঘটনায় স্কুলছাত্রীর ওপর হামলা

চাঁদপুর জেলার কচুয়া উপজেলার পালগিরী গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্কুলছাত্রীর উপর হামলা করেছে প্রতিপক্ষের লোকজন।

বুধবার সকালে উপজেলা পালগিরী গ্রামে হামলার এ ঘটনা ঘটে।

প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত স্কুল ছাত্রী সুমি আক্তার (১৪) আশংকাজনক অবস্থায় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মহিলা ওয়ার্ডের ৪নং বেডে চিকিৎসাধীন রয়েছে।

আহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পালগিরী গ্রামের নিরীহ কৃষক মোঃ সিরাজুল ইসলাম তার পৈত্রিক বাড়িতে ঘর নির্মাণের কাজ করে। এতে একই বাড়ির অলিউল্ল্যা, তার দু’পুত্র দিদার হোসেন ও সুমন মিয়া প্রভাব খাটিয়ে বাধা প্রদান করে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করে।

এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার পালগিরী বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রী সুমি আক্তার বিদ্যালয়ে যাওয়ার সময় দিদার হোসেন ও সুমন মিয়া তাকে মারধর করে জখম করে।

পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় ন্যায়বিচার পেতে স্কুল ছাত্রী সুমি আক্তারের পিতা সিরাজুল ইসলাম বৃহস্পতিবার বিকালে কচুয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

কচুয়া করেসপন্ডেন্ট || আপডেট: ০৭:১৫ অপরাহ্ন, ১০ মার্চ ২০১৬, বৃহস্পতিবার

এমআরআর

Share