Home / উপজেলা সংবাদ / কচুয়ায় তুচ্ছ ঘটনায় স্কুলছাত্রীর ওপর হামলা
rape-nari
প্রতীকী ছবি।

কচুয়ায় তুচ্ছ ঘটনায় স্কুলছাত্রীর ওপর হামলা

চাঁদপুর জেলার কচুয়া উপজেলার পালগিরী গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্কুলছাত্রীর উপর হামলা করেছে প্রতিপক্ষের লোকজন।

বুধবার সকালে উপজেলা পালগিরী গ্রামে হামলার এ ঘটনা ঘটে।

প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত স্কুল ছাত্রী সুমি আক্তার (১৪) আশংকাজনক অবস্থায় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মহিলা ওয়ার্ডের ৪নং বেডে চিকিৎসাধীন রয়েছে।

আহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পালগিরী গ্রামের নিরীহ কৃষক মোঃ সিরাজুল ইসলাম তার পৈত্রিক বাড়িতে ঘর নির্মাণের কাজ করে। এতে একই বাড়ির অলিউল্ল্যা, তার দু’পুত্র দিদার হোসেন ও সুমন মিয়া প্রভাব খাটিয়ে বাধা প্রদান করে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করে।

এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার পালগিরী বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রী সুমি আক্তার বিদ্যালয়ে যাওয়ার সময় দিদার হোসেন ও সুমন মিয়া তাকে মারধর করে জখম করে।

পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় ন্যায়বিচার পেতে স্কুল ছাত্রী সুমি আক্তারের পিতা সিরাজুল ইসলাম বৃহস্পতিবার বিকালে কচুয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

কচুয়া করেসপন্ডেন্ট || আপডেট: ০৭:১৫ অপরাহ্ন, ১০ মার্চ ২০১৬, বৃহস্পতিবার

এমআরআর