চাঁদপুরের কচুয়ার রাগদৈল গ্রামে পারিবারিক কলহের জেরে মকবুল হোসেন (৪৫) নামের তিন সন্তানের জনক বিষপানে আত্মহত্যা করেছে।
৪ জুন শনিবার সকালে কীটনাশক (গ্যাস জাতীয় ট্যাবলেট) খেয়ে আত্মহত্যা করেন। তিনি ওই গ্রামের মৃত. ইউসুফ মিয়ার ছেলে।
স্থানীয় এলাকা সূত্রে জানা গেছে, মকবুল হোসেন কয়েক বছর পূর্বে প্রবাস থেকে দেশে ফিরে সিএনজি চালাতে গিয়ে সড়ক দূর্ঘটনার শিকার হন। এতে মারত্মক আহত হয়ে পারিবারিক ভাবে বিপর্যয় দেখা দেয়। পারিবারিক অভাব ও অটনের কারনেই তিনি বিষপানে আত্মহত্যা করতে পারে বলে ধারনা করছেন এলাকাবাসী।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরণ করা হয়েছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৪ জুন ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur