চাঁদপুরের কচুয়া বিশ্বরোড এলাকায় অত্যাধুনিক স্বাস্থ্য সেবার মনোভাব নিয়ে প্রতিষ্ঠিত ‘কচুয়া ট্রমা এন্ড জেনারেল হসপিটাল’ (প্রা:) বর্নাঢ্য উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৭ মার্চ) দুপুরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি, প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে এ হাসপাতালের উদ্বোধন করেন।
এ উপলক্ষে উদ্ভোধনী আলোচনা সভায় হাসাপাতালের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই এর সভাপতিত্বে ও কচুয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাকিবুল হাসানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, কাদলা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাল লালু, হাসাপাতালের পরিচালক মোঃ মাহবুব আলম। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি প্রিয়তোষ পোদ্দার, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম খলিল বাদল, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ, সাবেক সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক হাবিব মজুমদার জয় প্রমুখ।
প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur