কচুয়ার রাজবাড়ীতে অসহায় দু:স্থ পরিবারের নারীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
২৬ জানুয়ারি মঙ্গলবার বিকালে চাঁদপুর জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও নারী বান্ধব নেত্রী রওনক আরা রত্নার সার্বিক সহযোগিতায় এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।
জেলা পরিষদ সদস্য, প্যানেল চেয়ারম্যান ও কচুয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদিকা রওনক আরা রত্না বলেন, আমার অজো পাড়া গাঁ এলাকায় অসহায় মা বোনদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ সেলাই মেশিন গুলো বিতরণ করছি। আপনারা এ সেলাই মেশিন গুলো যথাযথ ব্যবহারের মাধ্যমে পরিবারের অস্বচ্ছলতা দূরীকরনে ভূমিকা রাখবেন । কচুয়ার উন্নয়নের রূপকার ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি’র হাতকে শক্তিশালী করণের মাধ্যমে সরকারের পাশে থাকবেন।
আলীয়ারা রাজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম।
বক্তব্য রাখেন, জেলা পরিষদ কর্মকর্তা শাহাদাত হোসেন.সমাজসেবক ও জনতা ব্যাংকের সাবেক সিনিয়র কর্মকর্তা আবু তাহের,সমাজসেবক মজলু মিয়া,সাংবাদিক জিসান আহমেদ নান্নু ও মাসুদ রানা প্রমুখ।
উল্লেখ্য যে, চাঁদপুর জেলা পরিষদের মহিলা সদস্য ও প্যানেল চেয়ারম্যান রওনক আরা রত্না নির্বাচিত হওয়ার পর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারীর সহযোগিতায় এলাকায় গরীব দুস্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে কাজ করছেন।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,২৬ জানুয়ারি ২০২১