‘আত্মকর্মী যুবশক্তি, টেকসই উন্নয়নের মূলভিত্তি’ এ শ্লোগানে কচুয়ায় মঙ্গলবার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
দুপুরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে একটি র্যালি বের করা হয়।
পরে র্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আলোচনা সভা ও যুবক-যুবতীদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হায়দার আলীর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ে সিনিয়র ক্রেডিট সুপার ভাইজার মোঃ আইয়ুব আলীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান, কচুয়া প্রেসক্লাবের সভাপতি প্রিয়তোষ পোদ্দার।
বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাকিবুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নু, পিপলকড়া সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি কাজী মোস্তফা কামাল, সাংবাদিক মোঃ জামাল হোসেন প্রমুখ।
এসময় উপজেলা বিভাগীয় কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
স্টাফ করেসপন্ডেন্ট, কচুয়া : আপডেট, বাংলাদেশ সময় ৫:০০ এএম, ২ নভেম্বর ২০১৬, বুধবার
ডিএইচ