কচুয়া

কচুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহে সাংবাদিকদের সাথে মতবিনিময়

১৮ থেকে ২৪ জুলাই ২০১৮ইং দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে ‘স্বয়ং সম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই স্লোগানে বুধবার (১৮ জুলাই) বিকেলে কচুয়া সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় কচুয়া প্রেসক্লাবের সভাপতি প্রিয়তোষ পোদ্দারের সভাপতিত্বে সপ্তাহ ব্যাপী মৎস্য সপ্তাহের বিভিন্ন বিষয়াদি ও সাধারণ মানুষের মাঝে মৎস্য সপ্তাহের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ মাসুদুল হাছান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাংবাদিক আবুল হোসেন, কচুয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নু, মফিজুল ইসলাম বাবুল, সিনিয়র সদস্য সনতোষ চন্দ্র সেন, দপ্তর সম্পাদক আবু সাঈদ, প্রচার সম্পাদক মোঃ ইউনুছ, তথ্য ও গবেষণা সম্পাদক শান্তু ধর, সদস্য ইসমাইল হোসেন প্রমুখ।

এদিকে কচুয়ায় সপ্তাহ ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ পালনের লক্ষ্যে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদে র‌্যালী, পোনা মাছ অবমুক্ত করণ ও আলোচনা সভার মধ্য দিয়ে এ কর্মসূচী আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ মাসুদুল হাছান বিশেষ ভাবে অনুরোধ করেছেন।

প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু

Share