চাঁদপুরের কচুয়ায় বর্ণাঢ্য আয়োজনে ও সনাতন ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে পরমেশ্বর ভগমান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর রবিবার (২ সেপ্টেম্বর) সকালে উদযাপিত হয়েছে। কচুয়া বঙ্গবন্ধু সরকারী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ প্রধান অতিথি হিসেবে র্যালির উদ্বোধন করেন।
এ সময় কচুয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি ফণিভূষণ মজুমদার তাপু,সাধারণ সম্পাদক বিকাশ সাহা, কচুয়া প্রেসক্লাবের সভাপতি প্রিয়তোষ পোদ্দার ও কড়ইয়া হরিমন্দির কমিটির সভাপতি ডা.মানিক মজুমদার সোহাগসহ বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ ও হিন্দু সম্পাদায়ের কয়েক শতাধিক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
কচুয়া পৌর বাজারে র্যালিটি বিভিন্ন সড়কে প্রদক্ষিণ শেষে কড়ইয়া সার্বজনীন শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরে আলোচনা সভায় মিলিত হয় ।
প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু
আপডেট, বাংলাদেশ সময় ৬:১০ পিএম, ২ সেপ্টেম্বর ২০১৮,রোববার
এজি