কচুয়ায় ছেলের কোলে চড়ে ভোট দিলেন শতবর্ষী পিতা

চাঁদপুরে পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ছেলের কোলে চড়ে ভোট দিলেন শতবর্ষী পিতা নারায়ন চন্দ্র পাল। বয়সের ভারে এখন চলাফেরায় অনেকটাই অক্ষম। এ অবস্থায় ছেলের কোলে চড়ে ভোট কেন্দ্রে এসে নিজের ইচ্ছে মতো ভোট দিতে পেরে আনন্দিত শতবর্ষী এই বৃদ্ধ।

৫ জানুয়ারি বুধবার দুপুরে চাঁদপুরের কচুয়ার ১২ নং আশ্রাফপুর ইউনিয়নের পিপলকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে এমন দৃশ্য দেখা যায়।

শতবর্ষী নারায়ন চন্দ্র পাল বলেন, ভোট দিতে পারবো কি না, এইটা নিয়া চিন্তায় আছিলাম। তবে সকাল থেকে ভোটকেন্দ্রের অবস্থা ভালো শুনে ছেলেকে বলছি আমারে ভোটকেন্দ্রে নিয়া যা।

তিনি আরো বলেন, জীবনে অনেকবার ভোট দিছি। এইবার জীবনের শেষ পর্যায়ে আইসাও পছন্দের প্রার্থীরে ভোট দিলাম। ভোটের আগে প্রার্থীরা অনেক কয়। দেখি এইবার তারা কথা রাখে কি না।

চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, চাঁদপুর ফরিদগঞ্জ, কচুয়া এবং হাইমচর উপজেলা প্রতিটি ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। এখনো পর্যন্ত কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে কিছু দুষ্কৃতিকারী ভোটকেন্দ্রের বাইরে বিশৃঙ্খলার চেষ্টা করেছে। প্রশাসন শক্ত অবস্থানে থেকে তাদের প্রতিহত করেছে।

উল্লেখ: পঞ্চম ধাপে চাঁদপুরের ফরিদগঞ্জে ১৩, কচুয়া ১২, হাইসচরে ৪টিসহ ২৯টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

প্রতিবেদকঃ আশিক বিন রহিম, ২২ জানুয়ারি ২০২২

Share