কচুয়ায় ছালাম মুন্সী ছাত্রকল্যাণ বৃত্তি পরীক্ষা

কচুয়া উপজেলা রাগদৈল আইএম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে মরহুম আঃ ছালাম মুন্সি ছাত্রকল্যাণ বৃত্তি প্রকল্প বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় বারের মতো রোববার ১৪টি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের মোট ৪শ’ ৭৪জন শিক্ষার্থী শান্তিপূর্ণভাবে এ পরীক্ষায় অংশগ্রহণ করে।

এ সময় মরহুম আঃ ছালাম মুন্সি ছাত্রকল্যান বৃত্তি প্রকল্পের প্রতিষ্ঠাতা এ.এস.এম শহিদুল ইসলাম মুন্সি, ইউনিয়ন চেয়ারম্যান ওসমান গণি মোল্লা, রাগদৈল আই.এম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোশারফ হোসেন ফরাজী মহসিন, সাবেক সভাপতি কাজী মোঃ মোখলেছুর রহমান, প্রধান শিক্ষক মনরঞ্জন দাস, রাগদৈল আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ রোস্তম আলী, রাগদৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি কাজী মোঃ শাহজাহান বিভিন্ন হল পরিদর্শন করেন।

এছাড়া অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্র পরীক্ষক নুরুল ইসলাম ভূঁইয়া, বশির উল্যাহ মুন্সি, সাদেক আখন্দ প্রমুখ।

গত বছর মরহুম আঃ ছালাম মুন্সি ছাত্রকল্যাণ বৃত্তি প্রকল্প বৃত্তি পরীক্ষায় ৬৭জনকে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। এবছরও অনুরূপ ৭৫জন শিক্ষার্থীকে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হবে।

জিসান আহমেদ নান্নু, কচুয়া করেসপন্ডেন্ট

 

 

|| আপডেট: ০৯:৪৪ পিএম, ২০ ডিসেম্বর ২০১৫, রোববার

এমআরআর  

Share