Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / চাঁদপুর চান্দ্রায় মাদক বাল্যবিয়ে ও জঙ্গিবিরোধী ফুটবল টুর্নামেন্ট
football team village

চাঁদপুর চান্দ্রায় মাদক বাল্যবিয়ে ও জঙ্গিবিরোধী ফুটবল টুর্নামেন্ট

চাঁদপুর জেলা পুলিশ প্রশাসন আয়োজিত সিদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের ১ম আন্তঃজেলা মাদক, বাল্যবিবাহ ও জঙ্গিবিরোধী ফুটবল টুর্নামেন্ট মঙ্গলবার (৭ নভেম্বর) অনুষ্ঠিত হয়।

দু’পর্বের খেলায় বিজয়ী হয়েছেন ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ড(মদনা গ্রাম) এবং ১৩নং হানারচর ইউনিয়নের ৮নং ওয়ার্ড।

এ দিন খেলা শুরুর প্রাক্কালে উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী, মাদক, বার‌্যবিবাহ ও জঙ্গীবাদ বিরোধী শপথ বাক্য পাঠ করান পুলিশ সুপারের প্রতিনিধি চাঁদপুর মডেল থানার এসআই নেছার আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতিকাজী মোঃ সায়েদুর রহমান,কমিউনিটি পুলিশ ইউনিযন কমিটির সভাপতি শাহজাহান খান মন্ট,বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া বীর প্রতীক,চান্দ্রা হাইস্কুল ম্যানেজিং কমিটির সদস্য শাহআলম জমাদার, আওয়ামীলীগ নেতা আঃ জব্বার পাটওয়ারী,হাবিবুল বাশার খন্দকার,তাফাজ্জল খান, চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির গাজী, যুবলীগ নেতা সালাহউদ্দিন বাবু, জাহিদ হাসান মল্লিক, মমিন খান, আলমগীর শেখ, সংগঠক আবুল হাসনাত মুকুট, মুকবুল হোসেন ফরাজী, ইউপি সদস্য আঃ কাদির গাজী, জাহাঙ্গীর আলম খান, আক্তার হোসেন, মিজানুর রহমান, শাহআলম কালু প্রমুখ।

খেলা পরিচালনা করেন সাব্বির আহমেদ এবং ধারাভাষ্যে ছিলেন মাস্টার নুর মোহাম্মদ গাজী। বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত হয়ে ফুটবল ম্যাচটি উপভোগ করেন।

অপর দিকে হানারচর ইউনিয়নের হরিনা চালিতাতলী এডওয়ার্ড উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় ৮ নং ওয়ার্ড ট্রাইবেকারে ৩-২ গোলে ৭ নং ওয়ার্ড ফুটবল দলকে পরাজিত করে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি চাঁদপুর মডেল থানার এসআই বিপ্লব নাহা, এসআই হেলাল উদ্দিন ,হরিণা হাইস্কুলের সিনিয়র শিক্ষক ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক তপন চন্দ্র দে ও ইউনিয়ন কমিউনিটি পুলিশের সভাপতি ওয়ালী উল্লাহ মোস্তান। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার রাঢ়ীর ছেলে সাদ্দাম রাঢ়ী,সদস্য আবুল কালাম কালু চকিদার, দেলোয়ার হোসেন, ওয়ালী উল্লাহ মিজি, স্থানীয় আওয়ামীলীগ নেতা রুহুল আমিন শেখ,স্বেচ্ছাসেবকলীগের নেতা আমজাদ খান প্রমুখ।

খেলা পরিচালনা করেন মমিন বেগ। প্রসঙ্গত, এ জয়ের ফলে দু’টি দলই টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হয়।

প্রতিবেদক- আনোয়ারুল হক
: আপডেট, বাংলাদেশ ৭ : ০৩ পিএম, ৭ নভেম্বর, ২০১৭ মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply