প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদকের উদ্ধত্যপূর্ণ, অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে চাঁদপুরের কচুয়ায় ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
২৩ মে সোমবার কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজে থেকে শুরু হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকারের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক শাকিল মুন্সী তাবিরের পরিচালনায় বক্তব্য রাখেন, যুগ্ম-আহ্বায়ক শুভজিৎ দাস, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের আহ্বায়ক শেখ সজিব, যুগ্ম-আহ্বায়ক নূর হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক বায়হান মজুমদার, ছাত্রলীগ নেতা দূরন্ত ইব্রাহিম, মেহরাব হোসেন মাহী, ইমরুল কায়েস নয়ন, পৌর ছাত্রলীগ নেতা ফারদিন আলম ফাহিম প্রমুখ।
একই দিনে উপজেলার সাচার ,পালাখাল,রহিমানগর ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৩ মে ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur