বাংলাদেশ ছাত্রলীগের গৌরব,সাফল্য ও সংগ্রামের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে চাঁদপুরের কচুয়া পৌর ছাত্রলীগের উদ্যোগে বণার্ঢ্য র্যালি,কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে পৌর মিলনায়তনে পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন প্রধান অতিথি হিসেবে কেক কাটেন। পরে পৌর ভবনের সামনে থেকে নেতাকর্মীদের বিশাল বণার্ঢ্য র্যালি বের করা হয়।
এসময় পৌর ছাত্রলীগের সভাপতি তানভীর ইসলাম দিপু,সাধারন সম্পাদক মেহেদী হাসান,উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন বিপ্লবসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur