চাঁদপুরের কচুয়ার রবিবার (৫ আগস্ট) সন্ধ্যার পর আকানিয়া গ্রামের মো.রমজান আলী পাটওয়ারীর ছেলে চেক জালিয়াতি মামলার (সিআর-১৫৯/১৭) ৬ মাসের অভিযুক্ত মহসিন পাটওয়ারী (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ।
রহিমানগর বাজারস্থ ইউপি ভূমি কার্যালয় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সোমবার (৬ আগস্ট ) চাঁদপুর জেল হাজতে প্রেরণ করে।
কচুয়া থানার ওসি সৈয়দ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান,তার বিরুদ্ধে আদালতে প্রতারণার মামলা রয়েছে।
এ উপজেলার আকানিয়া গ্রামের অধিবাসী মৃত আবুল কালামের ছেলে মো.আব্দুর রাজ্জাক কচুয়া বাজারের দলিল লেখক মো.মহসিন পাটওয়ারীর বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে পুলিশ তাকে ওয়ারেন্ট ভুক্ত আসামী হিসেবে গ্রেফতার করেন।
প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু
আপডেট,বাংলাদেশ সময় ৫:১০ পিএম, ৬ আগস্ট ২০১৮, মঙ্গলবার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur