কচুয়ায় চাচা-ভাতিজার ভোট যুদ্ধ

৫ম ধাপে চাঁদপুরের কচুয়া উপজেলার ৪নং পূর্ব সহদেবপুর ইউনিয়নে আগামী শনিবার অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে চাচা-ভাতিজা ভোট যুদ্ধে নেমেছেন।

চাচা যুদ্ধকালীন কমান্ডার আব্দুর রশিদ পাঠান নৌকা প্রতীক আর ভাতিজা ইমাম হোসেন সোহাগ বিদ্রোহী প্রার্থী হিসেবে মোটর সাইকেল প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইমাম হোসেন সোহাগ দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রার্থী হওয়ায় শুক্রবার (২০ মে) তাকে দল থেকে বহিষ্কার করেছে চাঁদপুর জেলা আওয়ামী লীগ।

এর পরেও থেমে নেই তার প্রচারণা।
স্থানীয়রা মনে করছেন, আগামী শনিবার অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে চাচা-ভাতিজার মধ্যেই হাড্ডা-হাড্ডি লড়াই হবে।

এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৪ শ’ ৭৫। তার মধ্যে পুরুষ ৮ হাজার ৩শ’ ১৯ ও মহিলা ৮ হাজার ১শ’ ৫৬ জন।

জিসান আহমেদ নান্নু, কচুয়া করেসপন্ডেন্ট

: আপডেট, বাংলাদেশ সময় ৪:০৩ এএম, ২৩ মে ২০১৬, সোমবার
ডিএইচ

Share