Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় চাঙ্গিনী নুরপুর হাই স্কুলের সভাপতি অ্যাড. আবু ইউসুফ
চাঙ্গিনী

কচুয়ায় চাঙ্গিনী নুরপুর হাই স্কুলের সভাপতি অ্যাড. আবু ইউসুফ

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী চাঙ্গিনী নুরপুর হাই স্কুলের টানা চতুর্থ বারের মতো ম্যানেজিং কমিটির সভাপতি হলেন উপজেলা যুবলীগের সহ-সম্পাদক ও বিশিষ্ট সমাজেসবক অ্যাড. আবু ইউসুফ পাটওয়ারী। গত ২৬ মে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক পত্রে তথ্য নিশ্চিত হওয়া গেছে।

ওই পত্রে চাঙ্গিনী নুরপুর হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে অ্যাড. আবু ইউসুফ পাটওয়ারীকে মনোনীত করা হয়। ওই বিদ্যালয়ের অন্যান্য সদস্যরা হলেন, বিদ্যালয়ের দাতা সদস্য মো. মিজানুর রহমান,অভিভাবক সদস্য আবুল বাসার বাচ্চু, মো. ইব্রাহিম খলিল,মোহাম্মদ নাছির,মো. সাইফুল ইসলাম,সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য তুলসী রানী দাস,সাধারন শিক্ষক প্রতিনিধি মাহামুদা আক্তার,সাধারন শিক্ষখ প্রতিনিধি সজীব চন্দ্র বনিক,সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি আমেনা বেগম ও সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

এদিকে ওই বিদ্যালয়ের নব নির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাড. আবু ইউসুফ পাটওয়ারী বলেন, কচুয়ার উন্নয়নের রূপকার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন আলমগীর এমপির চাওয়ায় আমি সভাপতি মনোনীত হয়েছি। মাননীয় এমপির প্রতি আমি অনেক কৃতজ্ঞ। ওই বিদ্যালয়ের শিক্ষার গুনগত মান ও একাডেমিক উন্নয়নে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য,শিক্ষক,অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি। এদিকে চাঙ্গিনী নুরপুর হাই স্কুলের টানা চতুর্থ বারের মতো সভাপতি হিসেবে অ্যাড. আবু ইউসুফ পাটওয়ারী মনোনীত হওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১ জুন ২০২২