চাঁদপুর জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় এবং কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মাসব্যাপি ফুটবল প্রশিক্ষণ চলছে।
প্রশিক্ষণ কর্মসূচির অষ্টম দিনে ক্রীড়া পরিদপ্তরের সাবেক উপ-পরিচালক এবিএম মাহাবুবুল আলম, জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সনতোষ চন্দ্র সেন, পালগীরি বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন, ১০নং গোহট উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, জেলা ক্রীড়া অফিস সহকারী মোঃ আব্দুল কুদ্দুস সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পালগীরি বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল প্রশিক্ষণ কর্মসূচীর প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ এমদাদ উল্যাহ, পালগীরি ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান জামসেদ ও শিপন মিয়া।
চাঁদপুর জেলাধীন কচুয়া উপজেলার ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩০ জন ফুটবল খেলোয়ার এ প্রশিক্ষন কর্মসূচিতে অংশগ্রহণ করছে।
প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু, কচুয়া
আপডেট, বাংলাদেশ সময় ১০: ৪৩ পিএম, ১৬ এপ্রিল ২০১৭, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur