কচুয়ায় চতুর্থ জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী ক্যাম্প উদ্বোধন

চাঁদপুর জেলার কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে রবিবার ৪দিনব্যাপী ৪র্থ জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী ক্যাম্পের উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন কচুয়া উপজেলা ভারপ্রাপ্ত নিবার্হী কর্মকর্তা পুলক কুমার মন্ডল।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা স্কাউট কমিশনার দেওয়ান সিরাজুল ইসলাম। উদ্বোধন কালে উপস্থিত ছিলেন কচুয়া জোনাল পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম জাকির হোসেন ও উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সন্তোষ চন্দ্র সেন।

ক্যাম্পের কোর্স লীডারের দায়িত্ব পালন করেছেন গোলাম সারোয়ার, প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন উড ব্যাজার আব্দুল মোতালেব, ওবায়দুল ইসলাম বিপ্লব, মোতাহের হোসেন, ইব্রাহীম খলিল, আবুল হাসানাত, তপন চন্দ্র সরকার, মোহাতারেমা তামান্না। এ ছাড়া বিদ্যুৎ বিভাগ ও বন্ধু চুলার দুই প্রতিনিধি ও প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছেন। এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।

বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রালয় এবং বাংলাদেশ স্কাউটসের আয়োজনে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

জিসান আহমেদ নান্নু, কচুয়া করেসপন্ডেন্ট

 

|| আপডেট: ০৯:২৮ পিএম, ২০ ডিসেম্বর ২০১৫, রোববার

এমআরআর  

Share