চাঁদপুরের কচুয়ায় এক রিকশাচালকের বিরুদ্ধে চকলেটের লোভ দেখিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বর্তমানে শিশুটি চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
শিশুটির মা জানান, সন্ধ্যায় বাড়ির উঠানে বসে তিনি মুঠোফোনে ব্যস্ত ছিলেন। তাঁর মেয়ে উঠানে খেলা করছিল। এলাকার এক রিকশাচালক (৫৫) তাঁর মেয়েকে চকলেট দেওয়ার কথা বলে পাশে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যান। পরে সে (শিশুটি) বাড়িতে এসে বিষয়টি জানায়। তাৎক্ষণিক তাঁরা শিশুটিকে কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসকেরা তাকে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। এ ঘটনায় তাঁরা থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা আসিবুল হাসিব বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে, শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। সে ধর্ষণের শিকার হয়নি।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উল্লাহ বলেন, ‘ওই ঘটনার কথা সংবাদকর্মীদের মাধ্যমে জেনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
করেসপনেডট,১৭ সেপেটম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur