কচুয়া

কচুয়ায় গ্রাম পুলিশের মানববন্ধন

গ্রাম পুলিশদের চাকরি জাতীয় করণ, বেতন বৃদ্ধি ও বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নে সোমবার (১৪ মে) সকালে মানব বন্ধন করা হয়েছে। উপজেলার ৪নং পূর্ব সহদেবপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কর্মরত গ্রাম পুলিশদের উদ্যোগে পালাখাল বাজার সংলগ্ন ইউনিয়ন পরিষদের সামনে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মীসূচি পালন করা হয়।

জানা যায়, কচুয়া উপজেলার ১২টি ইউনিয়নে ১০ জন করে মোট ৯৪ জন গ্রাম পুলিশ মানবেতর জীবন কাটাচ্ছেন। এদের মধ্যে দফাদার পদে থাকে একজন ও নয়জন থাকেন মহল্লাদার। বর্তমানে দফাদাররা মাসিক তিন হাজার ৪ শ টাকা ও মহল্লাদাররা তিন হাজার টাকা করে বেতন পাচ্ছেন। এই বেতনের অর্ধেক দিচ্ছে সরকার ও অর্ধেক দিচ্ছে ইউনিয়ন পরিষদ। তা দিয়ে অতি কষ্ঠে জীবন যাপন করতে হয় বলে তারা জানান।

কচুয়া উপজেলার পূর্ব সহদেবপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ আমির হোসেন ও সোবহান সরকার বলেন, সামান্য বেতন ভাতায় ছেলে-মেয়ের পড়ালেখার খরচ ও সংসারের হাল ধরতে হিমসিম খেতে হয় প্রতিনিয়ত। তারা চাকরি জাতীয় করণ, সকল সুযোগসুবিধা ও বেতন বৃদ্ধির দাবী জানিয়েছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে।

প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু

Share