কচুয়া

কচুয়ায় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি সভা

চাঁদপুরের কচুয়া সদর ইউনিয়নের সাধারণ জনসাধারণকে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় ও সচেতন করার লক্ষ্যে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সোমবার (১৬ অক্টোবর ) দুপুরে সভা অনুষ্ঠিত হয়।

কচুয়া বাজারস্থ সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আয়োজনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

ইউপি চেয়ারম্যান মো.জসিম উদ্দিন লিটনের সভাপতিত্বে ও সদর ইউনিয়ন গ্রাম আদালত সহকারী পলাশ চন্দ্র শীলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান মিঠু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমন্বয়কারী মো.ছিদ্দিক আলী।

বক্তব্য রাখেন ইউপি সচিব সঞ্জয় দেবনাথ,সমাজ সেবক আনোয়ার হোসেন তালুকদার, ইউপি সদস্য শরীফুল ইসলাম মানিক,আসাদুজ্জামান মুন্সি রাসেল,আবুল হাসানাত প্রমুখ।

এসময় অন্যান্য ইউপি সদস্যবৃন্দ, বাজার ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভাটি বাংলাদেশ লিগ্যাল এইট সার্ভিসেস ট্রাস্ট, ব্লাস্টের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
: আপডেট, বাংলাদেশ ১১:৫৯ পিএম, ১৬ অক্টোবর, ২০১৭ সোমবার
ডিএইচ

Share