চাঁদপুরের কচুয়া পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে নিরবিচ্ছিন্ন ভাবে গ্যাসের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ঘণ্টাব্যাপি কচুয়া বিশ্বরোড এলাকায় বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির আয়োজনে শত শত নারী-পুরুষ ও ভুক্তভোগী গ্রাহকরা এ মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহন করে।
মানবন্ধনে বক্তব্য রাখেন, কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা সমিতির সভাপতি জাকির হোসেন (বাটা), সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, ব্যবসায়ী হাজী হারুনুর রশিদ, হাজী আব্দুল মান্নান প্রমুখ। উল্লেখ্য যে, কচুয়া পৌর এলাকাসহ উপজেলার সর্বত্র গত কয়েক মাস ধরে টানা গ্যাস ভোগান্তিতে রয়েছে উপজেলাবাসী।
জিসান আহমেদ নান্নু, কচুয়া
: আপডেট, বাংলাদেশ সময় ৮ে:০০ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৭, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur