চাঁদপুরে কচুয়ায় নুরপুর গ্রামে রোববার(২৫ নভেম্বর) ভোর রাতে গৃহবধূ আকলিম হত্যা মামলার ৫ আসামীকে আটক করা হয়েছে।
আটককৃতরা হচ্ছে- আকলিমার শ্বশুর সিরাজুল ইসলাম (৫৫), শ্বাশুড়ি রেহানা বেগম (৫০) দেবর ফজলে রাব্বি (২০) ননদ সীমা বেগম (২২) ও ময়না আক্তার (১৮)।
প্রায় তিন বছর পূর্বে আকলিমা কচুয়া উপজেলার নূরপুর গ্রামের সিরাজুল ইসলামের পুত্র কাউছার আলমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিবাহের কয়েক মাস অতিবাহিত হতে না হতে আকলিমার সাথে স্বামী সহ পরিবারের সদস্যদের সাথে আত্মকলহ সৃষ্টি হয়। গত ২৪ জুন গভীর রাতে আকলিমা স্বামীগৃহে হত্যার শিকার হয়।
কচুয়া থানার ওসি মো. আতাউর রহমান ভূঁইয়া জানান, গৃহবধূ আকলিমা হত্যা হওয়ার প্রেক্ষিতে চাঁদপুরের আদালতে দায়ের হওয়ায় সিআর ২৫৫/১৮ মামলায় গ্রেফতারী পরোয়ানাকৃত আসামী হিসেবে তাদেরকে গ্রেফতার করা হয়। বর্তমানে আকলিমার স্বামী কাউছার আলম পলাতক রয়েছে বলেও তিনি জানান।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু