চাঁদপুরের কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের বাসাবাড়িয়া গ্রামে গৃহবধূ পান্না বেগম (২৬) কে হত্যার অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। সোমবার রাতে গৃহবধূ পান্না বেগমের বাবা আবুল বাশার বাদী হয়ে ৬ জনকে আসামি করে থানায় এ মামলাটি দায়ের করে। মামলা নং-১৯।
মামলা ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, পান্না বেগমের স্বামী জাকির হোসেন স্বপন যৌতুকের জন্য বিভিন্ন সময় মারধর করতো। ঘটনার দিন রোববার রাতে গৃহবধূকে মারধর করলে স্থানীয় কবিরাজের কাছে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে সে মারা যায়। এ ঘটনায় কচুয়া থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে চাঁদপুরের মর্গে প্রেরণ করে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ইব্রাহিম খলিল গৃহবূু হত্যার মামলার সত্যতা শিকার করে বলেন, আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।
জিসান আহমেদ নান্নু
|| আপডেট: ০৬:৩৮ পিএম,২৭ অক্টোবর ২০১৫, মঙ্গলবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur