চাঁদপুরের কচুয়ায় গৃহবধু তানিয়া আক্তারের আত্মহত্যার ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে। যার মামলা নং-২১। ওই মামলায় গৃহবধু তানিয়া আক্তারের স্বামীকে কে গ্রেফতার করে বুধবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গৃহবধূ তানিয়া আক্তার (২৫) উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের গুড়গুড়ি-নুরপুর গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী ছিলেন।
স্থানীয় এলাকাবাসী ও তানিয়া আক্তারের আত্মীয় স্বজন সূত্রে জানা যায়, বেশকিছু দিন যাবত তাদের স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয়াদি নিয়ে মতবিরোধ চলে আসছিল। গত সোমবার সন্ধ্যার পর তাদের উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। ওইদিন রাত ১২টার পর যেকোনো সময় তানিয়া আক্তার নিজ গৃহের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। তানিয়ার স্বামী জসিম উদ্দিন ভোরে ঘুম থেকে উঠে তাকে ফাঁসিতে ঝুলতে দেখতে পায়।
এদিকে গৃহবধু তানিয়া আক্তারের আত্মহত্যার জন্য স্বামী ও স্বামীর পরিবারের লোকজনদের প্ররোচিত করার অভিযোগে তার ভাই আসলাম বাদী হয়ে কচুয়া থানায় নিয়মিত মামলা করেছেন।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন গৃহবধু তানিয়া আক্তার আত্মহত্যার বিষয়ে নিয়মিত মামলা দায়ের ও স্বামী জেলহাজতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
কচুয়া প্রতিনিধি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur