চাঁদপুর কচুয়া উপজেলার তুলপাই গ্রামে আফরোজা আক্তার (২৭) নামে এক গৃহবধু রহস্যজনক মৃত্যু হয়েছে। ১২ সেপেটম্বর শনিবার বিকালে গৃহের আড়াঁর সাথে ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূর লাশ উদ্ধার করে সুরতাহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ থানায় নিয়ে আসে পুলিশ।
নিহতের মা ফিরোজা বেগম দাবী করেন তার মেয়ে আফরোজা আক্তারকে হত্যা করে লাশ ঝুঁলিয়ে রেখেছে তার স্বামীর পরিবারের লোকজন।
স্থানীয় এলাকাবাসী জানান, উপজেলার তুলপাই গ্রামের আনোয়ার উল্যাহ’র স্ত্রী আফরোজা আক্তার গতকাল শনিবার তার শিশু বাচ্চাকে পানি পান করাকে কেন্দ্র করে শাশুড়ি শাহানারা বেগমের সাথে মনমালিন্য হয়। পরে আফরোজা আক্তার গৃহের লোকজনের অগোচরে নিজ গৃহের আড়াঁর সাথে ওড়না পেচিঁয়ে আত্মহত্যা করে। পরে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন।
স্থানীয় লোকজনের ধারনা অভিমান করে গৃহবধূ আফরোজা আক্তার আত্মহত্যার পথ বেঁচে নিয়েছে। তবে এটা হত্যা না আত্মহত্যা এ নিয়ে এলাকায় নানান গুঞ্জন চলছে।
স্থানীয়রা আরো জানান,নিহতের স্বামী আনোয়ার উল্যাহ ঢাকায় থাকেন।
কচুয়া থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, নিহতের পক্ষে কেউ কোনো অভিযোগ করেনি। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে গৃহবধু আত্মহত্যা করেছে। তবে কী কারনে সে আত্মহত্যা করেছে ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,১২ সেপেটম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur