চাঁদপুর কচুয়ায় পৌর বাজারে সম্প্রতি ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে শুক্রবার (০৫ অক্টোবর) দুপুরে ডেউটিন বিতরন করা হয়েছে।
কচুয়া থানা প্রাঙ্গনে ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদেরকে ২ বান করে ২৪ বান ডেউটিন বিতরন করেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
কচুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আশিকুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় এসময় কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা আফরোজ, কচুয়া থানার ওসি আতাউর রহমান ভূইয়া, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ, জেলা পরিষদ সদস্য রওনক আরা রতœা, কচুয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ জাকির হোসেন বাটা, উপ-সহকারী প্রকৌশলী মোঃ মফিজু উদ্দিন মাসুদ সহ ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী, বাজার ব্যবসায়ী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু
০৫ অক্টোবর,২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur